ABNEWS - online news portal

Header
collapse
...
Home / Latest News / বৌদ্ধ পূর্ণিমায় লন্ডনে বর্ণিল আয়োজন

বৌদ্ধ পূর্ণিমায় লন্ডনে বর্ণিল আয়োজন

2025-05-13  Ab News  594 views

বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে  লন্ডনে অবস্থিত জেতবন বিহারে এক পূন‍্যময় অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায়ের উপাসক উপাসিকা বৃন্দ। 

রবিবার এ উপলক্ষে জেতবন বিহারে পূজা বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান পণ্ছশীল এবং অষ্টশীল গ্রহনের মাধ্যমে জগতের সকল জীবের মঙ্গল সুখ শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।

 প্রার্থনা শেষে পুজনীয় ভিক্ষু সংঘের ভোজন পরিবেশন করা হয়।এরপর বিহার উপস্থিত দায়ক দায়িকাদের দুপুরের খাবার পরিবেশন করেন।

বিহারে নানাবিধ আয়োজনের মাধ্যমে সারাদিন বিহার প্রাঙ্গণে ছিল আনন্দ মুখর এবং উৎসবের আমেজ। 


Share: